আলোচনার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ঘোষণা করল তাদের নতুন অধিনায়কের নাম। দলের দায়িত্ব তুলে দেওয়া হলো রজত পাতিদারের হাতে। বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়, যেখানে ভিডিয়ো বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি।
বহুদিন ধরেই চলছিল জল্পনা— কে হবেন আরসিবির পরবর্তী নেতা? ২০২২ সালে নিজে থেকেই নেতৃত্ব ছাড়ার পর বিরাট কোহলি কি ফিরবেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে— এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এদিকে, ফাফ ডুপ্লেসিকে রিটেন না করায় দলকে নতুন নেতা বেছে নিতেই হতো। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হল।
সকালের দিক থেকেই জল্পনা ছিল তুঙ্গে। ক্রিকেট মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল, হয়তো অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে আরসিবি ভবিষ্যতের কথা ভেবেই এগোল। রজত পাতিদারকে ঘরোয়া ক্রিকেটেই নেতৃত্বের প্রস্তুতি দেওয়া হচ্ছিল, যেখানে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে ফাইনালে তুলেছিলেন। যদিও শিরোপা জিততে পারেননি, তবে তাঁর নেতৃত্বগুণ নজর কেড়েছিল।
রজতকে অধিনায়ক ঘোষণা করার পর বিরাট কোহলি বলেন, তোমাকে লিডার হিসেবে গড়ে উঠতে দেখেছি। আমি সবসময় তোমার পাশে থাকব। তুমি সাফল্য দেবে, এই বিশ্বাস রয়েছে। কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও প্রশংসা করে জানান, রজত শুধু নিজের কথা ভাবে না, বরং সতীর্থদের পরিস্থিতির দিকেও খেয়াল রাখে— যা একজন নেতার অন্যতম গুণ।
আরসিবির ডিরেক্টর মো বোবাত জানান, এই সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হয়নি। অধিনায়কত্বের দৌড়ে রজত ছাড়াও ছিলেন ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও ফিল সল্ট। তবে শেষ পর্যন্ত বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই রজতের নাম চূড়ান্ত করা হয়।
এই নতুন অধ্যায়ে আরসিবির ভাগ্য বদলায় কি না, সেটাই এখন দেখার।