রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর! তাঁদের বকেয়া মেটাতে ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। সেইসঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) বাবদও বকেয়া টাকা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সংশোধিত বেতন ও পেনশনের বকেয়া পরিশোধ করা হবে। পাশাপাশি, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএও দেওয়া হবে।
এই সিদ্ধান্তে প্রায় ৩ লাখ সরকারি কর্মী ও ৩ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে বকেয়া পাওয়ার অপেক্ষায় থাকা কর্মচারীদের মুখে এবার হাসি ফোটার সম্ভাবনা।
এদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও নতুন ডিএ বৃদ্ধির অপেক্ষায়। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় তাঁরা ৫৩% ডিএ পাচ্ছেন। এবার তা ৩-৪% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।