বসন্তের আকাশেও জলভরা বর্ষার মেঘের উপস্থিতি। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার । যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে দূর্যোগের শঙ্কা নেই। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই এই বিপত্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে বলে জানা গেছে। গতকাল শনিবারের মতো আজ রবিবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু এলাকায় বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি; শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।
আগামিকাল থেকে বৃষ্টি কিছুটা কমতে শুরু করবে বলে জানা গেছে। পরবর্তী তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্যজুড়ে। আজ কলকাতায় সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। দিনভর আংশিক মেঘলা আকাশ, কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন এলাকায়। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
আজ সকালে দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামিকাল, সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
উত্তরবঙ্গের দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জুড়ে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ সর্বনিম্ন 55 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে এই হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তনে কিছুটা হলেও ঠাণ্ডার ভাব ফিরে এসেছে।