তামিলনাড়ুর রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় তাঁর দল তামিলাগা ভেট্ট্রি কাজহাগম (TVK)-এর জন্য কৌশল নির্ধারণে রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সাহায্য নিতে চলেছেন।
১০ ও ১১ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে প্রশান্ত কিশোরের দীর্ঘ বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে জানা গিয়েছে, প্রশান্ত কিশোর TVK-এর সাধারণ সম্পাদক আদাভ অর্জুনের সঙ্গে নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা তৈরি করবেন।
বিজয়ের দল প্রথমবার নির্বাচনে লড়তে চলেছে, তাই দলকে শক্তিশালী করতে অভিজ্ঞ কৌশলবিদের প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষক এ. মণির মতে, “প্রশান্ত কিশোরের মতো অভিজ্ঞ কৌশলবিদের উপস্থিতি TVK-এর জন্য বড় সুবিধা এনে দিতে পারে”। তবে একাধিক পরামর্শদাতা থাকায় সংঘাত তৈরি হতে পারে বলেও মনে করছেন অনেকে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন বিজয়ের রাজনৈতিক কেরিয়ারের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। এখন দেখার, প্রশান্ত কিশোরের কৌশল তাঁকে কতটা সাফল্য এনে দিতে পারে।