শাহরুখ খুশি! কবে শুরু শুটিং?
শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিয়েছিল ‘পাঠান’। দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমেই ফের পর্দায় রাজত্ব শুরু করেন তিনি। দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা ছিল অবিশ্বাস্য! তাই ‘পাঠান ২’ নিয়ে আগ্রহ শুরু হয় ছবির মুক্তির পর থেকেই। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। জানা গেছে, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে, আর আদিত্য চোপড়াই গল্প সাজিয়েছেন। পরিকল্পনা করা হয়েছে, ২০২৬ সালের প্রথম দিকেই শুরু হবে শুটিং।
২০২৩ সাল থেকেই ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ চলছিল। এতদিন লাগার কারণ একটাই— এটি যেন সাধারণ সিকুয়েলের মতো না হয়। বরং যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও বিস্তৃত ও আকর্ষণীয় করে তুলতে চেয়েছেন আদিত্য চোপড়া। প্রথমে শোনা গিয়েছিল, আগের ছবির চিত্রনাট্যকার আব্বাস টাইরেওয়ালা এবারও গল্প লিখছেন। তবে পরে জানা যায়, আদিত্য নিজেই চিত্রনাট্য তৈরি করেছেন। তিনি চেয়েছেন, আগের ছবির থেকেও দারুণ কিছু উপহার দিতে। শোনা যাচ্ছে, গল্প শুনেই শাহরুখ বেশ উচ্ছ্বসিত।
তবে এখনও পরিচালক নির্বাচিত হয়নি। সিদ্ধার্থ আনন্দ ‘কিং’ ছবির কাজে ব্যস্ত থাকায় নতুন কারও নাম ভাবা হচ্ছে। তালিকায় রয়েছে অয়ন মুখোপাধ্যায় ও খোদ আদিত্য চোপড়া। অন্য কোনও পরিচালকের হাতে দায়িত্ব দেওয়া হবে কি না, সে নিয়েও আলোচনা চলছে। স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবি ‘ওয়ার ২’-এ শাহরুখের উপস্থিতি নিয়ে জল্পনা থাকলেও, আপাতত সবার নজর ‘পাঠান ২’-এর দিকেই!
Leave a comment
Leave a comment