সুদীপ্ত চট্টোপাধ্যায়
এবার লন্ডন পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21 মার্চ কলকাতা থেকে প্রথমে দুবাই হয়ে লন্ডনে যাচ্ছেন মমতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৯ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্সফোর্ডের প্রাক্তনীদের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের উন্নয়ন, শিক্ষায় প্রগতি, কন্যাশ্রী সহ শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতার জন্য রাজ্য সরকারি উদ্যোগ, বাংলার শিক্ষা সংস্কৃতি ও সৃষ্টির গৌরবময় অধ্যায় ইত্যাদি বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী বলে সরকারি সূত্রে খবর। বাংলার ঐতিহ্যশালী দুর্গাপুজো নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথাও তিনি উল্লেখ করবেন। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা লব্ধ রিপোর্টের ভিত্তিতেই বাংলার দুর্গা পুজোকে কালচারাল হেরিটেজ বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সরকারি নিয়ম অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশ সফরে যেতে চান তাহলে সে ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের অনুমোদন লাগে। তাই আগামী একুশে মার্চ মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের অনুমতি চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে রাজ্য।
গত পাঁচ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই আমন্ত্রণের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিশ্ব বঙ্গ মানিক্য সম্মেলনে ব্রিটিশ শিল্প প্রতিরাও অংশ নিয়েছিলেন। সে ক্ষেত্রে ৮ দিনের এই লন্ডন শহরে ব্রিটিশ বাণিজ্য মহলের সঙ্গে রাজ্যের শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর কোন বৈঠক বা আলাপ আলোচনা হয় কিনা সেদিকেও নজর থাকবে।