বলিউড সুপারস্টার সলমন খান জীবনে একাধিক বার প্রেমে পড়লেও আজও অবিবাহিত রয়েছেন। তার জীবন একাধিক সম্পর্কের সাক্ষী, তবে সেগুলোর কোনওটাই স্থায়ী হয়নি। এক সময় সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ের প্রস্তুতি প্রায় শেষ হয়েছিল। বিয়ের কার্ডও বিতরণ হয়ে গিয়েছিল, তবে এক মাস আগে সেই বিয়ে ভেঙে দেন সলমন নিজে। এরপর অনেক সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছেন সলমন, যেমন ঐশ্বর্য রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তবে কোনও সম্পর্কই পরিণতি পায়নি।
বর্তমানে সলমন খান একা আছেন এবং বিয়ে করার কোনও পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তিনি। তবে, তাঁর জীবনে একটি বিশেষ ইচ্ছা রয়েছে—তিনি বাবা হতে চান। বয়স ৬০ ছুঁই-ছুঁই হলেও সলমনের বাবা হওয়ার স্বপ্ন আজও পূর্ণ হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন জানিয়ে দিয়েছেন, বাবা হওয়ার পরিকল্পনা ছিল তাঁর, কিন্তু আইনি বাধা থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। ভারতীয় আইন অনুযায়ী একক পুরুষ হিসাবে বাবা হওয়া সম্ভব নয়, যা সলমনকে অনেকটা বাধাগ্রস্ত করেছে।
সলমন বলেন, বাবা হওয়ার প্ল্যান তো আমার ছিল, কিন্তু অনেক আইনি বাধা রয়েছে। ভারতীয় আইনে একক পুরুষ হিসেবে সন্তান নেওয়া সম্ভব নয়। আমি চেষ্টা করেছি, তবে সেটা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, করন জোহরের মতো সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার বিষয়টি এখন পরিবর্তিত হয়েছে, তবে সেই সুযোগও আমার জন্য নেই।
এছাড়া সলমন তাঁর ভালবাসা প্রকাশ করে বলেন, আমি বাচ্চাদের খুব ভালোবাসি, তবে মা ছাড়া বাচ্চা পালন করা সম্ভব নয়। আমাদের বাড়িতে মায়ের অভাব নেই।
এভাবে সলমনের জীবনের এক বিশেষ ইচ্ছার পরিপ্রেক্ষিতে তিনি আরও একবার প্রমাণ করলেন, তাঁর জীবনে ব্যক্তিগত সম্পর্কগুলি যতই রঙিন হোক, আইনি বাধা কখনও কখনও সেগুলিকে সীমাবদ্ধ করে দেয়।