জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ১’-এ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে প্রতিযোগীদের নানা মজার ও অনুপ্রেরণামূলক পরামর্শ দেন। এবার সেই শো-এর একটি পরামর্শ মেনে উচ্চমাধ্যমিক পরীক্ষার হলে এক ছাত্রী যা করলেন, তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্রী পরীক্ষার হলে ঢোকার আগে হাত জোড় করে উত্তরপত্রে প্রণাম করছেন। প্রথমে বিষয়টি দেখে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান। পরে জানা যায়, ‘দিদি নাম্বার ১’-এ রচনা বন্দ্যোপাধ্যায় মজা করে বলেছিলেন, পরীক্ষার হলে ঢোকার আগে খাতাকে প্রণাম করলে ভালো নম্বর পাওয়া যায়! সেই কথাই বাস্তবে প্রয়োগ করেছেন ওই ছাত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টিকে মজার দৃষ্টিতে দেখছেন, আবার কেউ বলছেন, এটি নিছকই মনস্তাত্ত্বিক প্রভাব। একজন নেটিজেন লিখেছেন, ‘‘এটা একটা পজিটিভ সাইকোলজিক্যাল ট্রিক, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’’ আবার কেউ লিখেছেন, ‘‘এভাবে নম্বর বাড়লে তো সবাই পরীক্ষার আগে বই-খাতা প্রণাম করত!’’ তবে বেশিরভাগ মন্তব্যই মজার ছলে করা হয়েছে।
অনেকেই মনে করছেন, বিষয়টি নিছকই রসিকতা, তবে আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরীক্ষার ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। রিয়েলিটি শো-এর জনপ্রিয়তা যে শুধুমাত্র বিনোদনেই সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের অভ্যাসেও প্রভাব ফেলতে পারে, তা আবারও প্রমাণ হল। তবে পড়াশোনা ছাড়া ভালো ফলের কোনও বিকল্প নেই, সেটাও মনে করিয়ে দিচ্ছেন অনেকেই।