পরিতোষ সাহা:বীরভূম
সদ্য চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বুকে ওএমআর ঝুলিয়ে বিক্ষোভে নামল।সিউড়ি শহরে পথে নামলেন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা।বুধবার সকালে সেচ কলোনীর মাঠে জড়ো হয়ে তারা জেলা মাধ্যমিক পরিদর্শকের অফিসে যাবেন।
বীরভূম জেলায় ১০২৫ জনের চাকরি বাতিল হয়েছে।তা নিয়েই উত্তাল।আর সেই আবহেই জেলা মাধ্যমিক পরিদর্শক বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন বলে অভিযোগ সদ্য চাকরি হারা শিক্ষকদের।তারই জেরে এই বিক্ষোভ।তারা ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে যাবেন বলে জানিয়েছেন।