পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন সেই প্রশ্নই তুলছেন, যা গতবারও উঠেছিল—এবারও কি মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি হবে? গত বছর একই সময়ে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এবারও ১৯ ডিসেম্বর অ্যালেন পার্কে অনুষ্ঠিত ক্রিসমাস উৎসবের সূচনায় ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে আশা করছেন কর্মচারীরা।
২০২৪ সালে, জানুয়ারিতে চার শতাংশ এবং এপ্রিল মাসে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। অর্থাৎ, ২০২৪ সালের প্রথম আট মাসে রাজ্য সরকারি কর্মচারীরা মোট আট শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছেন। এই পরিস্থিতিতে, কর্মচারীরা আশা করছেন, গতবারের মতো এবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে।
তবে, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় সরকারের মতো পশ্চিমবঙ্গ সরকার সাধারণত বছরে দুটি ডিএ বৃদ্ধি করে না। ২০২২ সালে একবারও ডিএ বাড়ানো হয়নি, কিন্তু ২০২৪ সালে দু’দফায় ডিএ বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালের প্রথম কয়েক মাসে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে।
ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে, মোট চারবার ডিএ বৃদ্ধি করা হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে প্রথম ডিএ বৃদ্ধি হয়েছিল তিন শতাংশ, এবং পরবর্তী বছরগুলোতে তা আরও বাড়ানো হয়েছে। এবারও কর্মচারীরা সেই ধারা বজায় রাখার জন্য অপেক্ষা করছেন।