মেলবোর্ন টেস্ট শুরুর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী সুরে কথা বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পার্থ টেস্টে ভারতের জয় এবং গাব্বায় দলের ব্যাটারদের হার না মানা মানসিকতার প্রশংসা করেন তিনি। মেলবোর্নে দলের সাম্প্রতিক পারফরম্যান্সও রোহিতকে আশাবাদী করে তুলেছে।
রোহিত জানান, পার্থ টেস্টে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর দলের প্রত্যাঘাত করার মানসিকতা তাঁকে মুগ্ধ করেছে। ভারতীয় বোলারদের পারফরম্যান্সের উল্লেখ করে তিনি বলেন, “অস্ট্রেলিয়াকে মাত্র ১০৪ রানে অলআউট করা দলীয় প্রচেষ্টারই উদাহরণ। এই মানসিকতা দীর্ঘদিন ধরে আমাদের দলে রয়েছে এবং এটি বিদেশের মাটিতে সিরিজ জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পিঙ্ক বল টেস্টে ভারতের হার নিয়ে রোহিত বলেন, “অ্যাডিলেডে আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটি মেনে নিতেই হবে। তবে পার্থ এবং ব্রিসবেনে ছেলেদের লড়াই করার মানসিকতা দেখেছি, যা দলকে এগিয়ে নিয়ে যাবে।”
ব্রিসবেনে খেলার সময়সীমা সীমিত হওয়া সত্ত্বেও দলের বোলাররা প্রায় ১৮০-১৯০ ওভার বোলিং করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এই মানসিকতা নিয়েই মেলবোর্নে ভালো কিছু করার আশা রাখছেন রোহিত।
পার্থের জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রোহিত। তিনি বলেন, “আমরা ভাগ্যবান যে পার্থ টেস্ট জিতেছি। ছেলেরা শেষ দিন পর্যন্ত লড়াই করে নিজেদের মানসিক শক্তি দেখিয়েছে। মেলবোর্নেও আমরা সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত।”
মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটবিশ্ব। রোহিত শর্মার নেতৃত্বে দল কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।