রেশন দুর্নীতিকাণ্ডে আরও তিনজন চালকল মালিককে গ্রেফতার করল ইডি। সোমবার রাতে দীর্ঘ জেরার পর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে রেশনের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিধাননগরে ইডি দফতরে নিয়ে যাওয়া হয় এবং পরে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, সরকারি ন্যায্য মূল্যে কেনা ধান থেকে তৈরি চাল রেশনের বদলে প্রভাবশালীদের সহযোগিতায় খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এই চক্রের সন্ধানে ইডি রাজ্যের বহু চালকলে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও হিসাবের খাতা উদ্ধার করে। সেই নথি খতিয়ে দেখে তিনজন চালকল মালিককে চিহ্নিত করা হয়।
ধৃতদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তদন্তকারীদের দাবি, তারা সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং প্রভাবশালী ব্যক্তিদের মদতে রেশনের চাল অবৈধভাবে বাজারে সরবরাহ করেছেন। জেরার সময় তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ইডি জানায়, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। তারা দাবি করছে, সিবিআইও সমান্তরালভাবে এই বিষয়ে তদন্ত করুক। আদালতে সেই আবেদন জানাবে ইডি।
ইডির এই পদক্ষেপে রেশন দুর্নীতি নিয়ে নতুন মোড় এসেছে। তদন্তে আরও অনেক নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুর্নীতির এই চক্রের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।
