
উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলস্টেশনে বুধবার সকালে ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। সকালে ব্যস্ত সময়ে রেললাইন পার হতে গিয়ে হাওড়া-কালকা এক্সপ্রেসের ধাক্কায় কাটা পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনে তখন যাত্রীদের ভিড় ছিল যথেষ্ট। ট্রেন আসার আগেই অনেকেই দ্রুত লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় আচমকা ট্রেনটি স্টেশনে ঢুকে পড়ে এবং এক মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয় রেল পুলিশ ও প্রশাসন। দ্রুত উদ্ধার অভিযান শুরু করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের শনাক্তের কাজ চলছে, প্রশাসন জানিয়েছে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই এসডিআরএফ ও এনডিআরএফ টিম পৌঁছে উদ্ধার কার্য চালাচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সতর্কতা অবলম্বন না করেই লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
পুরো এলাকাজুড়ে এখন গভীর শোকের ছায়া। সকালবেলার সাধারণ যাত্রাপথ মুহূর্তে রক্তাক্ত মৃত্যুফাঁদে পরিণত হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের বারবার সতর্ক থাকার আবেদন জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
