৬৫ কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসতের তন্ময় পালকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। শেয়ারবাজারে বিনিয়োগের নামে সারা দেশের অন্তত ৩০০ জনের কাছ থেকে এই বিপুল অঙ্কের টাকা হাতিয়েছে অভিযুক্ত। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
তদন্তকারীরা জানিয়েছেন, বারাসতের বাড়ি থেকেই প্রতারণার এই কারবার চালাত তন্ময়। শেয়ারে লগ্নির টোপ দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মানুষকে প্রতারণার জালে ফাঁসাত সে। সেবি এবং ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভুয়ো লোগো ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করত। প্রথমদিকে কিছু লাভ ফেরত দিলেও পরে গ্রুপ বন্ধ করে অর্থ আত্মসাৎ করত।
এক কলকাতার বাসিন্দা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৩৪৬ টাকা খুইয়ে সাইবার থানায় অভিযোগ দায়ের করলে গোটা ঘটনা সামনে আসে। তদন্তে জানা যায়, দিল্লি, মুম্বই, পাটনা, বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরের মানুষ তন্ময়ের ফাঁদে পা দিয়েছেন।লালবাজার সূত্রে খবর, কেন্দ্রীয় জেএমআইএস পোর্টাল ব্যবহার করে তন্ময়ের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টগুলির তথ্য সংগ্রহ করছে পুলিশ। এই পোর্টাল সাইবার অপরাধের ক্ষেত্রে অপরাধীর লেনদেনের বিবরণ জানাতে সাহায্য করে। তদন্তে জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকেই সে ২০ লক্ষ টাকা হাতিয়েছে।
বর্তমানে লালবাজারের গোয়েন্দারা এই ৬৫ কোটি টাকার হদিস বের করতে তৎপর। দেশের বিভিন্ন রাজ্যের পুলিশও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে। প্রতারণা চক্রে জড়িত আরও কেউ আছে কিনা, তা নিয়েও তদন্ত চলছে।