বর্ডার-গাভাসকর ট্রফি হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই সীমিত ওভারের ক্রিকেটের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে ভারতকে। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসি-র নির্ধারিত ডেটলাইনের কারণে এই সিদ্ধান্ত দ্রুত নিতে হবে।
বর্ডার-গাভাসকর ট্রফির পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড গঠনে বড় প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সিডনিতে শেষ টেস্টে রোহিত শর্মা না থাকায় নেতৃত্বে আসেন জসপ্রীত বুমরাহ। কিন্তু বুমরাহ চোট পেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বল করতে পারেননি। যদিও দু’জনেরই স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত।
রোহিত শর্মার নেতৃত্বে ওয়ানডে ফর্ম্যাটে ভারতের শক্তিশালী দল গঠনের সম্ভাবনা প্রবল। বিরাট কোহলি, যিনি অস্ট্রেলিয়া সফরে ফর্মহীন ছিলেন, তাকেও দলে রাখা হবে বলে ধারণা। মহম্মদ শামি ফেরার সম্ভাবনা উজ্জ্বল। বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার মাধ্যমে তিনি ফিটনেস প্রমাণ করছেন।
এছাড়া শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ঘরোয়া পারফরম্যান্স তাকে স্কোয়াডে জায়গা করে দিতে পারে। যশস্বী জসওয়াল বাদ পড়তে পারেন, শুভমন গিল ও ঋষভ পন্ত নিশ্চিত থাকবেন। উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলও থাকতে পারেন।
ভারতের সম্ভাব্য স্কোয়াড:
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব/রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।
১২ জানুয়ারির মধ্যে নির্বাচকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত কেমন স্কোয়াড নিয়ে নামে, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।