কলকাতায় পাঁচ মাসের এক শিশুর দেহে হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) শনাক্ত হয়েছে। জানা গিয়েছে, শিশুটি মুম্বাই থেকে গত নভেম্বর মাসে কলকাতায় আসে। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পঞ্চসায়রের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং পরীক্ষায় HMPV সংক্রমণ নিশ্চিত হয়।
শিশুটির জ্বর, বমি, পেটের সমস্যা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করেন। শিশুটির লালারসের নমুনা পিসিআর চ্যানেলে পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা হয়। চিকিৎসার পর বর্তমানে শিশুটি সুস্থ হয়ে মুম্বাই ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।
HMPV সাধারণত শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টি করে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস নিমোনিয়ার ঝুঁকি বাড়াতে পারে। তবুও এর কারণে বড় কোনও উদ্বেগের প্রয়োজন নেই।
বিশেষজ্ঞরা এই ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক পরা এই ভাইরাসের সংক্রমণ এড়াতে কার্যকর হতে পারে। এছাড়া মুখে হাত দেওয়ার অভ্যাস থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে কর্নাটক এবং গুজরাটে তিন শিশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তবে চিনে যে নতুন ভাইরাস নিয়ে আলোচনা চলছে, এটি সেই একই ভাইরাস কিনা, তা এখনও নিশ্চিত নয়। সতর্কতা বজায় রেখে সংক্রমণ এড়ানো সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।