বড়দিনের ঠিক আগে, ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে এই সিনেমা। বাংলার প্রেক্ষাপটে তৈরি এই ছবি ইতিমধ্যেই ১৫ কোটির বক্স অফিস কালেকশন পার করেছে। এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছে ‘খাদান’।
দেব নিজেই এই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ২৫ জানুয়ারি দুবাইতে গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে এই ছবির। তিনি পোস্টে লেখেন, “খাদান এখন আন্তর্জাতিক। দুবাইয়ে খাদানের গ্র্যান্ড আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। তৈরি হয়ে যান খাদানের আন্তর্জাতিক সফরের জন্য। আমরা ২৫ জানুয়ারি দুবাই আসছি।”
প্রসঙ্গত, ছবির মুক্তির আগে এবং পরে দেব তাঁর গোটা টিম নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় সফর করেন প্রচারের জন্য। এমনকি মুম্বই, দিল্লি, এবং পুনের মতো ভারতের বড় শহরগুলিতেও ‘খাদান’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে দুবাইয়ের নাম। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দেব ও যিশু সেনগুপ্ত। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইধিকা পাল, বরখা বিস্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। বাংলার মাটির আবেগ এবং শ্রমজীবী মানুষের জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি এই ছবি দর্শকদের হৃদয় ছুঁয়েছে।
‘খাদান’-এর আন্তর্জাতিক মুক্তি বাংলা ছবির জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেবের এই উদ্যোগ বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।