ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদকে ভারতের সফরের প্রস্তুতির জন্য আবু ধাবিতে দলের ট্রেনিং ক্যাম্পে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও, ভিসা জটিলতায় তাঁকে অনুপস্থিত থাকতে হচ্ছে। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, সাকিব এখনও ভারতের ভিসা পাননি। তাঁর পাসপোর্ট ভিসা প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে। তবে ইংল্যান্ড আশা করছে, প্রথম দল কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার আগেই সাকিব ভিসা পাবেন।
পাকিস্তানি বংশোদ্ভূত সাকিব মাহমুদ ইংল্যান্ডের হয়ে ২টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ এবং ১৮টি টি২০ ম্যাচ খেলেছেন। তবে তাঁর ক্যারিয়ার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে ইনজুরির কারণে। ২০২২ সালে টেস্ট অভিষেকের পর একাধিক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি ২০২৪ সালের হান্ড্রেড ফাইনালে একটি দুর্দান্ত পারফর্মেন্স এবং ক্যারিবিয়ান অঞ্চলে ইংল্যান্ডের টি২০ সিরিজে সিরিজ সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করে তিনি আবার নির্বাচকদের আস্থা অর্জন করেন। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে দেরি হওয়ার ঘটনা নতুন নয়। গত বছর শোয়েব বশির এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়ার উসমান খোওয়াজাও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে ইংল্যান্ড দলের অন্যান্য পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়, যেমন রেহান আহমেদ এবং আদিল রশিদ, সময়মতো ভিসা পেয়েছেন।
সাকিবের এই জটিলতার কারণে ইংল্যান্ডের প্রস্তুতিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে দল তাঁর দ্রুত সমস্যার সমাধানের জন্য আশা করছে।