কলকাতার বাঘাযতীনে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় তৃণমূল সরকার ও মেয়র ফিরহাদ হাকিমকে চরম কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ব্যঙ্গাত্মক পোস্টে তিনি বাঘাযতীনের হেলে পড়া বহুতলকে তুলনা করেছেন ইতালির লিনিং টাওয়ার অফ পিসার সঙ্গে। তিনি ওই বহুতলকে ‘লিনিং টাওয়ার অফ পিসি’ বলে উল্লেখ করেন।
পোস্টে শুভেন্দু লেখেন, “কলকাতার আধুনিক স্থপতি মেয়র ফিরহাদ হাকিম সাহেবের দক্ষতায় গার্ডেনরিচ থেকে বাঘাযতীন—সিটি অফ জয় পরিণত হয়েছে সিটি অফ ভয়-এ।” তার অভিযোগ, অসাধু প্রোমোটার-তৃণমূল-পুরনিগম আঁতাঁতের কারণেই বেআইনিভাবে জলাজমি ভরাট করে ত্রুটিপূর্ণ বহুতল নির্মাণ হচ্ছে। তিনি আরও বলেন, “পরিদর্শনের অভাব এই বিপদ আরও বাড়িয়ে তুলছে।”
বাঘাযতীনের এই বাড়ি নির্মাণের শুরু থেকেই অভিযোগের মুখে। সূত্রের দাবি, বেআইনি জলাজমি ভরাট করে বাড়িটি তৈরি হয়। বছর দশেকের মধ্যেই এটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। আরও ভয়ঙ্কর, বাড়ি সোজা করার জন্য কোনো স্ট্রাকচরাল ইঞ্জিনিয়ার ছাড়াই কাজ করা হয়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়।
শুভেন্দুর এই পোস্ট নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ইতিমধ্যেই এটি ৮ হাজারের বেশি ভিউ পেয়েছে ও প্রায় ২৫০ বার শেয়ার হয়েছে। তবে, বেআইনি নির্মাণ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।