আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার রায়দান হবে। শনিবার দুপুর ২:৩০-এ রায়দানের আগে নির্যাতিতার বাবা-মা শিয়ালদার আদালতের উদ্দেশ্যে রওনা হন। রায়দানের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ কয়েকজন পুলিশকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।
নির্যাতিতার বাবা অভিযোগ করেন, “তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তিনি রাত ২টো পর্যন্ত বিষয়টি মনিটর করেছেন। কেন তাঁর এত আগ্রহ ছিল, তা জানার অধিকার আমাদের আছে।” পাশাপাশি তিনি দাবি করেন, সিবিআইও স্বীকার করেছে যে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে, কিন্তু কলকাতা পুলিশ তা মানবে না।
নির্যাতিতার মা বলেন, “ঘটনাস্থল ঘিরে রাখার নিয়ম থাকা সত্ত্বেও তা হয়নি। এটা পুলিশের চূড়ান্ত কর্তব্যগাফিলতি।” প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বাবা-মা আশা প্রকাশ করেছেন, রায়ের মাধ্যমে সব দোষী শাস্তি পাবে। শিয়ালদা আদালতে রায়দানের পর ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে তারা সিদ্ধান্ত নেবেন।
এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। “আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাব,” জানিয়েছেন নির্যাতিতার বাবা।
তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আজকের রায়ই নির্ধারণ করবে বিচারপ্রক্রিয়ার পরবর্তী ধাপ।