দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। এক সময়ের সুপারহিট সিরিয়াল ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’ এবং ‘এক্কা দোক্কা’-র মতো ধারাবাহিকের অন্যতম মুখ অপরাজিতা এবার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ‘চিরসখা’-য় মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তিনি কমলিনী চরিত্রে দেখা দেবেন। বুধবার ‘চিরসখা’-র সেটে কফির কাপ হাতে আড্ডায় মেতে উঠলেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি নিজের জীবনযাপন নিয়ে অকপট অভিনেত্রী। জানালেন, ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি তাঁর খুব একটা পছন্দ নয়। বরং দুধ কফিই তাঁর প্রথম পছন্দ। ফিগার ধরে রাখার জন্য অভিনেত্রীরা সাধারণত কঠোর ডায়েট মেনে চললেও তিনি মিষ্টি খেতে ভালোবাসেন। তাঁর কথায়, “সব ক্ষেত্রে ভারসাম্য থাকা খুব দরকার। আমি একদিকে যেমন ডায়েট করি, আবার কখনো কখনো সব কিছু খাই।”
ধারাবাহিকে বয়সে বড় একটি চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে অপরাজিতা বলেন, “আমি একজন অভিনেত্রী। চরিত্রটি আমার বয়সের চেয়ে বড় বা ছোট, সেটা ভাবার বিষয় নয়। একজন শিল্পী হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয় করা উচিত।”
বাস্তবে এক সন্তানের মা হওয়া সত্ত্বেও কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে সফল তিনি। তাঁর মতে, “অভিনয়ের পাশাপাশি পরিবারকে সময় দেওয়াও ভীষণ জরুরি। আমি দুটোর মধ্যেই ভারসাম্য রাখার চেষ্টা করি।”
নিজের ফেরা নিয়ে ‘কামব্যাক’ শব্দের পরিবর্তে অপেক্ষার সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেন অভিনেত্রী। তাঁর কথায়, “নিজেকে সময় দেওয়া এবং সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করাটাও জীবনের অংশ।” ‘চিরসখা’-য় তাঁর লুক এবং অভিনয় ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।