আগামী ২৬ জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এটি তাঁর প্রথম ভারত সফর। এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে শক্তি, খাদ্য নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করা।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন সুবিয়ান্তো। বৈঠকে বাণিজ্য, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল প্রযুক্তি, এবং প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে। ব্রাহ্মোস ক্রুজ মিসাইল সিস্টেম নিয়ে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে নতুন গতি এসেছে। জি২০ এবং ইন্দাস-অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া গ্রুপের মতো আন্তর্জাতিক মঞ্চে দু’দেশের সহযোগিতা শক্তিশালী হয়েছে। পাশাপাশি, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যের ক্ষেত্রেও সম্পর্ক আরও গভীর হয়েছে।
ইন্দোনেশিয়ার চিকিৎসা খাতে বিশাল শূন্যতা রয়েছে। দেশটির ১,৬০,০০০ চিকিৎসক ও নার্স প্রয়োজন। ভারত সেই অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া, ইন্দোনেশিয়ার অ্যাসে প্রদেশ এবং ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হতে পারে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এই সফরে একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। রবিবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগদান করে তিনি ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করবেন। উল্লেখ্য, এর আগে ১৯৫০, ২০১১ এবং ২০১৮ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিরা ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সুবিয়ান্তোর এই সফর ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দোনেশিয়া ভারতের এক গুরুত্বপূর্ণ মিত্রশক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে।