এইচএমপিভির পর এবার গুলেন বেরি সিনড্রোম (GBS) নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশে। মহারাষ্ট্রে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর কলকাতাতেও এই বিরল স্নায়ুরোগের আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে শহরে দুই শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা জনমনে উদ্বেগ বাড়িয়েছে।
পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্যদপ্তর বিবৃতি জারি করেছে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, গুলেন বেরি সিনড্রোম কোনও নতুন বা বিরল রোগ নয়। এটি মূলত অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিসের কারণে হয়ে থাকে এবং ১৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়। তিনি আশ্বস্ত করেছেন, রাজ্যে এই রোগের নজরদারি চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা।
সোমবার জানা যায়, কলকাতার পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে দুই শিশু ভর্তি রয়েছে, যারা গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত। তাদের বয়স যথাক্রমে আট ও নয় বছর। দু’জনেই ভেন্টিলেশনে চিকিৎসাধীন। একজন দুই সপ্তাহ ধরে, আরেকজন এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছে।
আক্রান্তদের মধ্যে জ্বর-সর্দি, চোখের নিচের চামড়ার ক্ষতি, হাত-পা অসাড় হয়ে যাওয়া, এমনকি শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে। পুনেতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, যা চিন্তার বিষয় হয়ে উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণের ফলে এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুকে আক্রমণ করায় পক্ষাঘাতের ঝুঁকি বাড়ে।
বিশেষজ্ঞরা বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে বিশুদ্ধ ও ফুটানো জল পান করার ওপর জোর দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতি দেখে রাজ্যের স্বাস্থ্যদপ্তরও সতর্ক রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।