নতুন বছরে বদলে গেল সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার। ২০২৪ সালের জানুয়ারি থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)-এ বিনিয়োগ করলে নতুন হারে সুদ পাবেন গ্রাহকরা।
সিনিয়র নাগরিকদের জন্য SCSS স্কিমে এখন ৮.২ শতাংশ সুদ মিলবে। ৬০ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি এতে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হলে অতিরিক্ত তিন বছর বাড়ানোর সুযোগ থাকছে। এক বছরের মধ্যে টাকা তুললে জরিমানা দিতে হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও বিনিয়োগকারীরা নতুন সুদের হারে লাভবান হবেন। বর্তমানে পিপিএফে সুদ মিলবে ৭.১ শতাংশ। এই স্কিমের প্রধান সুবিধা হলো, এর থেকে প্রাপ্ত সুদ ও রিটার্ন করমুক্ত। ন্যূনতম ৫০০ টাকা জমা দিয়ে খোলা যাবে অ্যাকাউন্ট, যেখানে বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে।
কন্যাসন্তানের ভবিষ্যতের সুরক্ষায় সরকার চালু করা সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও সুদের হার এখন ৮.২ শতাংশ। এতে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ করা যায়। পিপিএফের মতোই এতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুবিধা রয়েছে।
সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বদল আনায় বিনিয়োগকারীরা নতুন লাভের সুযোগ পাবেন, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতেই বিনিয়োগ করাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।