কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ফের ছড়াল GB সিনড্রোমের আতঙ্ক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে।
গত ২৬ জানুয়ারি ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় ১০ বছরের এক বালকের। তার বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। অবশেষে রবিবার তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে গুলেইন-বারি সিনড্রোমের উল্লেখ রয়েছে।
এর আগের দিন, ২৫ জানুয়ারি বারাসতের এক দ্বাদশ শ্রেণির ছাত্রও একই রোগে প্রাণ হারায়। তার চিকিৎসা চলছিল এনআরএস হাসপাতালে। চিকিৎসকদের মতে, গুলেইন-বারি সিনড্রোম মূলত একটি বিরল স্নায়ুর রোগ, যা রোগীর প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। শরীরে দুর্বলতা তৈরি হয়, এমনকি পক্ষাঘাত পর্যন্ত হতে পারে।
দু’দিনে দু’টি শিশুর মৃত্যুতে রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হওয়ার হার কম হলেও সঠিক সময়ে চিকিৎসা না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। পুণেতে এর আগে এই রোগের কিছু ঘটনা সামনে এসেছিল, এবার কলকাতাতেও একের পর এক মৃত্যু চিন্তা বাড়াচ্ছে।
রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। চিকিৎসকদের পরামর্শ, শরীরে আচমকা দুর্বলতা, পেশিতে টান বা স্নায়ুর সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।