বিদেশে ঘোরার ইচ্ছা থাকলেও মোটা খরচের ভয়েই পিছিয়ে যান অনেকে। কিন্তু সময় ও সুযোগ ঠিকমতো কাজে লাগালে খরচ এক ধাক্কায় কমিয়ে ফেলা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সস্তায় উড়ানের টিকিট, হোটেল বুকিং এবং ট্রিপ প্ল্যানিংয়ের কিছু কৌশল জানা থাকলেই বাজেটের মধ্যে থেকে ঘোরা সম্ভব।
বিমান ভাড়ার ক্ষেত্রে ছাড়ের সময় নজর রাখা জরুরি। বিভিন্ন সংস্থা মাঝেমধ্যে আকর্ষণীয় ছাড় দেয়। তবে আগের ‘ব্রাউজিং হিস্ট্রি’ পরিষ্কার না করলে দাম বেশি দেখানোর সম্ভাবনা থাকে। এছাড়া, একক টিকিট কাটলে অনেক সময় খরচ কমে যায়। সপ্তাহান্তে ভ্রমণের চেয়ে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের ফ্লাইট নিলে খরচ কমতে পারে।
শীতের ছুটির মরসুমে বা উৎসবকালে টিকিটের দাম বেশি থাকে। বরং অফ-সিজনে ট্রিপ প্ল্যান করলে উড়ান ও হোটেল দুটোই সস্তায় পাওয়া যায়। অনেকেই ২-৩ মাস আগে টিকিট কাটেন, তবে অনেক সংস্থা ১৮ থেকে ৩০ দিন আগেও বিশেষ অফার দেয়।
থাকার খরচ কমাতে হোটেলের বদলে হোস্টেল, ‘হোম-স্টে’ বা শহর থেকে একটু দূরে থাকার জায়গা খুঁজলে সুবিধা হয়। অনেক সময় বাড়ি ভাড়া নিয়ে থাকাও লাভজনক হতে পারে।
অল্প খরচে দেশ-বিদেশ ঘোরার মূল মন্ত্র হলো আগেভাগে পরিকল্পনা এবং সঠিক সময়ে বুকিং করা। তাই যারা ঘোরার স্বপ্ন দেখেন, তারা এখনই বুদ্ধি খাঁটিয়ে প্ল্যান করুন!