উত্তর ২৪ পরগনার নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কর্মী সন্তোষ যাদব (৩৫)-কে রাস্তার মাঝে নির্মমভাবে খুন করল দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন দুষ্কৃতীর মধ্যে দু’জন ভারি পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, আর একজন কোমরে বন্দুক রেখে ভয় দেখাচ্ছে পথচলতি মানুষকে। একঝলকে দেখে মনে হবে সিনেমার দৃশ্য!
ঘটনার পর কেটে গেছে দু’দিন, শেষমেশ পুলিশ গ্রেফতার করেছে অক্ষয় গণ নামে এক অভিযুক্তকে। কিন্তু এই হত্যাকাণ্ডের পরপরই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বদলি হওয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক চর্চা। শনিবার অলোক রাজোরিয়াকে সরিয়ে আবার দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার ঠাকুরকে, যাকে ২০২২ সালে একই পদ থেকে সরানো হয়েছিল। ফলে প্রশাসনিক এই পরিবর্তন নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন। তবে স্থানীয় বিধায়ক সনৎ দে দাবি করেছেন, ঘটনাস্থলে একাধিক রাউন্ড গুলি চলেছে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এবং তৃণমূল কর্মীরাও।
নৈহাটিতে ক্রমশ বাড়ছে অপরাধ—প্রকাশ্যে খুন, বোমাবাজি, দুষ্কৃতীদের তাণ্ডব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন হলেও, অপরাধের লাগাম টানতে পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলেই অভিযোগ উঠছে। এই চাঞ্চল্যকর খুনের পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হলেও, প্রশাসনের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে।