মুম্বাইয়ে যখন ক্রিকেট ম্যাচ হয়, তখন স্টেডিয়ামে দেখা যায় বলিউডের বড় তারকাদের। খেলা দেখতে হাজির থাকেন তাঁরা। ভারত-ইংল্যান্ডের মধ্যে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এমনই দৃশ্য দেখা গেল এবার। এই ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছেছিলেন বলিউডের শাহেনশা হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন। অমিতাভের সঙ্গে দেখা গিয়েছে তাঁর ছেলে অভিষেককেও। এই ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার অভিষেক শর্মা।
ভারতীয় দলের ২৪৭ রানের মধ্যে ১৩৪টি এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে। এদিকে এদিন অমিতাভ বচ্চনকে খুব খুশি হয়েছেন তাঁর ব্যাটিং দেখে। ভারতীয় ইনিংসের সময় অমিতাব বচ্চন বেশিক্ষণ নিজের আসনে বসেননি। ছেলে অভিষেক ও অন্যদের সঙ্গে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। এমনকি যখন অভিষেক শর্মা ৩৭ বলে তার পঞ্চাশ রান পূর্ণ করলেন, অমিতাভ বচ্চন তা উদযাপন করেছিলেন দাঁড়িয়ে। অভিষেক শর্মার ব্যাটিং দেখে অমিতাভও নিশ্চয়ই ভেবেছেন, “আজ আমি নয় শাহেনশাহ”।
এই ১৫০ রানের জয় এখন টি-২০ আন্তর্জাতিকে রানের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৩ সালে ভারত নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছিল। এই সময়ের মধ্যে, অভিষেক টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন। শুধু তাই নয়, আরও একটি রেকর্ড গড়েছেন অভিষেক। এই ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস খেলা ব্যাটসম্যানও হয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
ইতিমধ্যেই যুবরাজ সিংয়ের সঙ্গেও অভিষেক শর্মাকে তুলনা করছেন অনেকেই। ১৩টি ছয় ও ৭টি চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। এই ইনিংসের সৌজন্যে তিনি ৫টি বড় রেকর্ড করেছেন নিজের নামে। ৩৭ বলে অভিষেক নিজের শতরান পূরণ করার পাশাপাশি, ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয় দ্রুততম শতরান করেছেন। এছাড়াও, আন্তর্জাতির টি-২০ ক্রিকেটে তৃতীয় দ্রুততম শতরান করেছেন ভারতের তরুণ তুর্কি অভিষেক শর্মা। ১৩৫ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক শর্মা ভারতীয় ব্যাটারদের ছাপিয়ে গেলেন।