নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? উত্তপ্ত রাজনৈতিক মহল
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কে হবেন মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী, সেই জল্পনাও তুঙ্গে।
সূত্রের খবর, কংগ্রেস বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল। যদিও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহার করলেও বিজেপির কাছে সরকার টিকিয়ে রাখার মতো সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। দলেরই একাংশ বীরেন সিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অন্তত ১২ জন বিধায়ক মুখ্যমন্ত্রী বদলের পক্ষে ছিলেন। এমনকি, বিধানসভার অধ্যক্ষের সঙ্গেও তাঁর মতবিরোধ চরমে উঠেছিল।
গত দুই বছরে বারবার হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। মুখ্যমন্ত্রী হিসেবে বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়। সূত্র বলছে, দিল্লির বিজেপি নেতৃত্ব কোনওভাবেই চাইছিল না মণিপুরে নতুন করে কোনও অশান্তি হোক। লোকসভা ভোটে জয়ের পর দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা চায়নি বিজেপির শীর্ষ মহল। ফলে দিল্লিতে জেপি নাড্ডা ও অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন বীরেন সিং। সন্ধ্যায় ইম্ফলে ফিরে রাজভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন তিনি।
এখন প্রশ্ন, বীরেন সিংয়ের জায়গায় কে মুখ্যমন্ত্রী হবেন? বিজেপির পছন্দের তালিকায় রয়েছে কয়েকটি নাম। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া বিজেপির জন্য সহজ হবে না। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যেই বিরোধীরা সুযোগ নিতে চাইবে। ফলে বীরেন সিংয়ের বিদায়ের পর মণিপুরে রাজনীতির সমীকরণ নতুন মোড় নিতে চলেছে, তা বলাই বাহুল্য!