২০২৬-এর নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করল তৃণমূল সরকার। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন বাজেট ঘোষণা করছিলেন, সেই সময়ই বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ওয়াকআউটের কারণ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির দাবি।
বাজেট ঘোষণার সময় পকেট থেকে চিরকুট বের করে ‘বেকারদের চাকরি চাই’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভার মূল ফটকে বিক্ষোভ দেখান। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই বাজেটে কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই এবং পে কমিশনের কোনও জায়গায় আলোচনা করা হয়নি। বিজেপি বিধায়করা বলেন, গোটা বাজেটেই চাকরির প্রতিশ্রুতি লঙ্ঘন করা হয়েছে।
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই সরকার দেউলিয়া হয়ে গেছে। বাজেটের প্রতিটি ছত্রে প্রমাণিত হয়েছে যে এটি বেকার বিরোধী বাজেট। ২ কোটি ১৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ২০১১ সালে যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এই বাজেটে নেই।
শুভেন্দু আরও বলেন, এই বাজেট উত্তরবঙ্গ, সুন্দরবন ও জঙ্গলমহল বিরোধী। নদী ভাঙন, চা বাগান উন্নয়ন, চা শ্রমিকদের জন্য কোনও পরিকল্পনা নেই। কৃষকদের জন্য কোনও অর্থ বরাদ্দ নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য কোনও প্রস্তাবনা নেই। কুর্মী, নমঃশূদ্র ও মতুয়াদের জন্য কোনও উল্লেখ নেই। এটা একেবারে অসত্য বাজেট।