
কুন্তলের কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ আদালতের
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া মোড়। ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের পর এ বার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিল বিচার ভবন। সিবিআই-এর আবেদনে…
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া মোড়। ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের পর এ বার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিল বিচার ভবন। সিবিআই-এর আবেদনে সাড়া দিয়ে আদালত জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে হবে। শুক্রবার মামলার শুনানিতে এই নির্দেশ জারি করা হয়।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল-সহ আরও অনেকে। যদিও কুন্তল ঘোষ ইতিমধ্যে ইডি ও সিবিআই-এর মামলায় জামিন পেয়েছেন। তবু তদন্তকারী সংস্থার মতে, নতুন তথ্যের ভিত্তিতে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরীক্ষার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এবার একই পথ অনুসরণ করেই কুন্তল ঘোষের নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারিতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার হন হুগলির যুবনেতা কুন্তল। এই ঘটনায় তাকে তৃণমূল থেকে বহিষ্কারও করা হয়েছিল।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক সিবিআই বিশেষ আদালতে জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন এবং এক-দু’দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হতে পারে। পার্থ নিজে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন, যা মঞ্জুরও হয়েছিল। তবে শর্ত দেওয়া হয়, চিকিৎসার খরচ তাকে নিজেকেই বহন করতে হবে।
এই নতুন মোড়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কতদূর এগোয়, সেদিকেই নজর রাখছে রাজ্যের রাজনৈতিক মহল।

কুন্তলের কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ আদালতের
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া মোড়। ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের পর এ বার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিল বিচার ভবন। সিবিআই-এর আবেদনে…