চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলে চোটের ধাক্কা। অনুশীলনের সময় হার্দিক পাণ্ডিয়ার এক জোরালো শট সোজা গিয়ে আঘাত করল ঋষভ পন্তের বাঁ হাঁটুতে। ব্যথায় কুঁকড়ে যান পন্ত, সঙ্গে সঙ্গে ছুটে আসেন হার্দিক ও দলের ফিজিও কমলেশ জৈন। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ফিজিও জানান, চোট গুরুতর নয়, তবে পন্তকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
এই ঘটনায় ভারতীয় ক্রিকেট মহলে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে। যদিও পন্তের চোট তত গুরুতর নয় বলেই জানা যাচ্ছে, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতার আগে কোনও ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠা দলের জন্য সুখকর নয়। ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, উইকেটকিপারের প্রথম পছন্দ লোকেশ রাহুল। ফলে পন্ত যদি সুস্থ হয়েও ওঠেন, তবুও তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিশ্চিত নয়।
এই পরিস্থিতিতে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও কোচ গম্ভীরের মধ্যে মতপার্থক্যের কথাও উঠে আসছে। আগরকর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রথম উইকেটরক্ষক হিসেবে পন্তকেই রাখতে চেয়েছিলেন, কিন্তু ইংল্যান্ড সিরিজের তিনটি ম্যাচেই গম্ভীর খেলিয়েছেন রাহুলকে। দল ঘোষণার আগে গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, রাহুলই তাঁর প্রথম পছন্দ, ফলে পন্ত চোট সারিয়েও মাঠে নামার সুযোগ পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।