নানা ঘোষণা, নানা হুঁশিয়ারির মধ্যেই ঝড়ের গতিতে পেরিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের একটা মাস।হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহনের পর নবগঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ (ডিওজিই) র দায়িত্ব পান ধনকুবের এলন মাস্ক। ট্রাম্প তাকে হাজারো সরকারি কর্মচারী ছাঁটাই করে সরকারের খরচ কমানোর লক্ষ্যমাত্রা ধরিয়ে দিয়েছেন।তবে সুনির্দিষ্ট কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন মাস্ক।
এদিনের বৈঠক অনেকটাই ছিল এলন মাস্ক নির্ভর। বৈঠকে মার্কিন সরকারের আকার (জনবল ও খরচ) ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের মনোযোগের ওপর গুরুত্ব দেন ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের এলন মাস্ক জানান ডিওজিই টিমের ‘সামগ্রিক লক্ষ্য’ হল বিশাল ঘাটতি মোকাবেলা করতে সাহায্য করা।বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হোয়াইট হাউসে মন্ত্রিসভার সদস্যদের বলেন, “যদি আমরা এটি না করি, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে”।
এদিন মাস্ক তাঁর স্বাভাবিক স্বভাবসিদ্ধ চলনে কালো ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বেসবল ক্যাপ পরেছিলেন। সকলের সামনে নিজেকে ‘একজন সামান্য টেক সাহায্যকারী’ বলে ব্যখ্যা করে মাস্ক বলেন, “আমরা একটি দেশ হিসাবে, ২ ট্রিলিয়ন ডলার ঘাটতি বয়ে নিয়ে যেতে পারি না”।
টেসলা এবং স্পেসএক্স-এর সিইও আরও বলেন, ” কিন্তু আমাদের দ্রুত এগোতে হবে যদি আমরা ২০২৬ সালের আর্থিক বছরে এক ট্রিলিয়ন ডলার ঘাটতি হ্রাস অর্জন করতে চাই। এর জন্য এখন থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত প্রতিদিন ৪ বিলিয়ন ডলার সঞ্চয় করা দরকার। কিন্তু আমরা এটি করতে পারি, এবং আমরা এটি করব”।
বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল, ঠিক যখন কেন্দ্রীয় সংস্থাগুলোকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পরিকল্পনা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এ পরিকল্পনাকে এক সরকারি নথিতে ‘বৃহৎ আকারে জনশক্তি হ্রাস’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
বন্ধু এবং স্পেস এক্সের সিইও মাস্কের জন্য ট্রাম্প যে অনেকটাই স্পেস দিয়ে রেখেছেন তা বোঝা যায় যখন ইউএস মিডিয়ার ফেডারেল কর্মচারীদের তাদের কাজের যথার্থতা প্রমাণ করতে বা বরখাস্ত হওয়ার হুমকি রিপোর্ট নিয়ে কিছু মন্ত্রিসভা সদস্য ডিওজিই-এর ইমেইল নিয়ে হতাশা প্রকাশ করেছেন তখন। ট্রাম্প তার মন্ত্রিসভা সদস্যদের হাসি এবং করতালির মধ্যেই বলেন, “কেউ কি এলনের কাজে অসন্তুষ্ট? যদি তা হয় আমরা তাদের এখান থেকে বের করে দেব”।৭৮ বছর বয়সী রিপাবলিকান জানান, তারা এলনকে অনেক সম্মান করেন, তবে কেউ কেউ না করলেও আমি বলব, বেশিরভাগ ক্ষেত্রে, আমি মনে করি সবাই শুধু খুশি নয়, তারা তাঁকে নিয়ে উত্তেজিতও।