দুদিনের বিজেপি আরএসএস সমন্বয় বৈঠক শেষ হলো আজ উলুবেড়িয়া তাতিবেড়িয়া অঞ্চলে। মূলত আজ শেষ দিনের বৈঠক শেষে রাজ্য বিজেপির নেতাদের দেখা মিলল হাইওয়ের উপরে এক ধাবায়।জমিয়ে একসাথে চা, সিঙ্গারা, চপ খেলেন বিজেপির রাজ্য ও সর্বভারতীয় নেতারা খোস মেজাজে। তবে সমন্বয় বৈঠকের মতোই দেখা মিলল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই চা চক্রে। সমন্বয় বৈঠক শেষ হওয়ার পর তিরিশ মিনিটের জন্য এলেন বটে কিন্তু চা চক্রে সেই অধরাই থেকে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষ করে দিলীপ ঘোষ বললেন চা খাবেন।সেই কথা শুনে বাকি নেতারাও বললেন চলুন তবে আপনার দেখানো পথেই এগোই আমরা সবাই। সেই মতোই দিলীপ ঘোষের গাড়ির পেছনে পেছনে ছুটলো এক এক করে বিজেপির রাজ্যের পর্যবেক্ষক সুনীল বানসাল রাজ্যের দুই সাধারণ সম্পাদক সংগঠক অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি দাঁড়ালো জয় হিন্দ ধাবায়।সেখানে বসেই ভারত নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে দেখতে চললো খোস মেজাজে আড্ডা আর গল্প চা পান করতে করতে একদম অন্য এক ছবি।
তবে প্রশ্ন এখন এটাই তবে কি এখন রাজ্য বিজেপির পথ প্রদর্শক দিলীপ ঘোষ।
কারণ সূত্রের খবর দিলীপ বাবুর রাজ্য সভাপতি থাকাকালীন সাধারণ সম্পাদক ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়। দুদিনের বৈঠকের শেষে সুব্রত চট্টোপাধ্যায় এর সাথে বিজেপির বর্তমান রাজ্য নেতারা বারবার কথা বলতে আসেন। তবে কি বিধানসভা নির্বাচনের আগে ফের সেই পুরোনো যুগলবন্দী দেখতে পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যৎ। তবে সমন্বয় বৈঠকের পর এই চা খেতে খেতে যে ছবি দেখা গেলো বিজেপির অন্দরে সেটা সত্যি বেশ ভালো একটা ছবি। যে ছবিতে পুরোনো মেজাজে দেখা গেলো দিলীপ ঘোষকে। রাজনৈতিক মহলে এই নিয়েই এখন জোর আলোচনা। পুরোনো দিনের জুটি কি আবার ফিরবে আগামী বিধানসভা নির্বাচনের আগে।
Leave a comment
Leave a comment