ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ে ছিল অনেকের কাছেই এক রূপকথার মতো। ২০১৭ সালে ইতালির তাস্কানির মনোমুগ্ধকর পরিবেশে গাঁটছড়া বাঁধলেও, তাদের বিয়ের নানা দিক এতদিন পর্যন্ত ছিল গোপন। অনেকের মনে প্রশ্ন ছিল, কীভাবে সাজানো হয়েছিল এই বিশেষ দিন? সম্প্রতি, সেই বিয়ের অন্দরমহলের কিছু অজানা তথ্য প্রকাশ করেছেন তাদের বিয়ের চিত্রগ্রাহক জোসেফ রাধিক।
অনেকেই ভেবেছিলেন, বিরাট-অনুষ্কার বিয়ে হবে এক দৃষ্টিনন্দন রাজকীয় আয়োজন, যেখানে থাকবে ঝলমলে আলোকসজ্জা, অভিজাত ভেন্যু আর জমকালো উদযাপন। তবে চিত্রগ্রাহক জোসেফ রাধিক সেই ভাবনাকে ভুল প্রমাণ করে জানান, বাস্তবে এই বিয়ের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনও অতিরিক্ত আড়ম্বর ছিল না, বরং গোটা আয়োজন ছিল ঘনিষ্ঠ, নির্ভার ও স্বাচ্ছন্দ্যের আবহে মোড়া। আমন্ত্রিতরা ছিলেন নিজেদের মতো স্বতঃস্ফূর্ত, আনুষ্ঠানিকতার বাড়তি চাপ অনুভব করেননি কেউই।
জোসেফের জন্যও বছরটি ছিল মনে রাখার মতো, কারণ তিনিও সে সময় জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছিলেন। বিরাট-অনুষ্কার বিয়ের দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, “সারা আয়োজনটাই ছিল ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে এক আন্তরিক মিলন।”এমন অনুভূতি হয়েছিল যেন কাছের আত্মীয় ও বন্ধুদের নিয়ে এক আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছি। কোথাও কোনও অতিরিক্ত আড়ম্বর ছিল না।”
এই বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল খুবই সীমিত। মাত্র ৪০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু ছিলেন নিমন্ত্রিত। এর আগে, বিরাট-অনুষ্কার বিয়ের প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছিলেন বিখ্যাত বিবাহ-চিত্র নির্মাতা বিশাল পাঞ্জাবি। তাঁর মতে, এই বিশেষ আয়োজন ছিল স্বপ্নের মতো সুন্দর, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল পরিপূর্ণ সৌন্দর্যে ভরা।
তার মতে, এই বিয়ের মূল আকর্ষণ ছিল এর স্বাভাবিকতা ও সংযত সৌন্দর্য। জাঁকজমকের পরিবর্তে এখানে ছিল পরিমিত রুচির ছোঁয়া, যেখানে বর-কনের পোশাক থেকে শুরু করে আশপাশের মনোরম পরিবেশ—সবকিছুই এক অপূর্ব সামঞ্জস্য বজায় রেখেছিল, যা পুরো আয়োজনকে স্বপ্নের মতো করে তুলেছিল।
আজকের দিনে বিরাট ও অনুষ্কা তাদের দুই সন্তান, ভামিকা ও অকায়কে নিয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন। তবে তাদের বিয়ের এই অন্তরঙ্গ মুহূর্তগুলো আজও অনুরাগীদের মনে এক বিশেষ জায়গা দখল করে রেখেছে।
Leave a comment
Leave a comment