বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ঘিরে বিজেপি রাজ্যে নতুন কৌশল নিতে চলেছে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই বৈঠকে মূলত রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে আক্রমণ শানানোর কৌশল চূড়ান্ত হবে।
সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দল হিসেবে বিজেপি এই অধিবেশনে মূলত দুর্নীতি, কর্মসংস্থান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হতে চাইছে। বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি, গরু পাচার এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে ফেলতে চাইছে।
বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত থাকবেন বিজেপির বিধায়ক ও গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। শুভেন্দু ইতিমধ্যেই জানিয়েছেন, ‘‘তৃণমূল সরকার জনবিরোধী নীতিতে চলছে। আমরা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরকারকে প্রশ্নের মুখে ফেলব।’’
বিশেষজ্ঞদের মতে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপি সরকারকে চাপে ফেলতে চাইছে। তবে তৃণমূলও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত। তৃণমূলের এক নেতা বলেন, ‘‘বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’’
বাজেট অধিবেশনের এই পর্বে বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠার সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারীরা কী কৌশল নেন এবং তৃণমূল কীভাবে তার মোকাবিলা করে, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।