পরিতোষ সাহা: বীরভূম
অভিযানে গিয়ে মিষ্টি দোকানের এক কর্মীকে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করার নিদান দিলেন বীরভূম জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক ডঃ প্রসেনজিৎ বটব্যাল।যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বৃহষ্পতিবার সাঁইথিয়া ব্লকের আহমদপুরে অভিযানে নামে খাদ্য সুরক্ষা দফতর।সেই অভিযানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক ডঃ প্রসেনজিৎ বটব্যাল। তিনি সকাল থেকেই বিভিন্ন দোকানে অভিযান চালান।বিভিন্ন দোকানের লাইসেন্স,রেজিষ্ট্রেশন খুঁটিয়ে দেখেন।এছাড়াও, বিভিন্ন খাবারের দোকান থেকে বাসী মিষ্টি,মাংস,তেল ফেলে নিতে নির্দেশ দেন।তেমনভাবে একটি মিষ্টির দোকানে অভিযান চালাতে গিয়ে কারখানায় মেশানো রঙ দেখতে পান।সেই দেখেই মিষ্টি দোকানের এক কর্মীকে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করার নিদান দেন।যা নিয়ে প্রতিবাদ করেন দোকানের মালিক অলোক দাস।তিনি বলেন,“ আমি দোকানের মালিক।যদি কোন অন্যায় করে থাকি,তাহলে আমাকে কান ধরে ওঠবস করার কথা বলতে পারতেন।আমি করতাম।আমার কর্মী পেটের দায়ে কাজ করতে এসেছে।তাকে কেন কান ধরে ওঠবস করালেন।”