আজ রং, রং আর রং। কত রকমের রং। লাল, নীল, আসমানী, সবুজ, হলুদ,হরেক কিসিমের রং। আজ যে রঙিন হবার দিন। আজ যে মনের মাঝে উজ্জ্বল রঙের প্রকাশ। সারা বছরের এই রং- হীন জীবনে রং এর মেঠো আলতো প্রলেপ। আজ কি সত্যিই রংবাজির দিন।
আজ কি রং-হীন এবড়ো খেবড়ো জীবনে একটু অন্যভাবে কাটানো একটা দিন। কবির কথায় “রং যেনো মোর মর্মে লাগে” সত্যিই তো এই মর্মে রং লাগার বিষয়টি বেশ ভালই। রং তো শুধু মাত্র শরীরে নয়। রং যে লাগে মনের মাঝেও। মরমে পশিলো গো। অন্তরের অন্তঃস্থল থেকে যা উৎসারিত হয়। আর এই রঙিন হবার দিনে যাঁরা আর আমাদের মাঝে আর নেই। জীবনের রঙিন পথ পেরিয়ে,মাঠ পেরিয়ে,পলাশের হাসি মেখে,অনেক দূরে চলে গেছেন অন্ধকার জগতে। তাঁদেরও কি আজ রঙিন হতে ইচ্ছা হয় কে জানে। মনে মনে বলি রং যেনো মোর মর্মে লাগে। সবাইকে দোলের শুভেচ্ছা।
রং যেন মোর মর্মে লাগে”
দোলের শুভেচ্ছা!