অভিজিৎ বসু
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ভোটার লিস্ট যাচাইয়ে সাংগঠনিক বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল এই বৈঠকে দলের সমস্ত জনপ্রতিনিধি ও পদ অধিকারীদের সঙ্গে অনলাইনে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মূলত, ভোটার তালিকা সংশোধনের বার্তার পাশাপাশি সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং একদম ব্লক স্তর থেকে সংগঠনের কী? পরিস্থিতি বুঝে নিয়ে সাংগঠনিক দিশা দেখাতে পারেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়। এছাড়াও তালিকা যাচাইয়ের কাঠামো আর দায়িত্ব দিতে এই বৈঠক অভিষেক বন্দোপাধ্যায় এর। ইতিমধ্যেই, ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রিশ জনের কমিটিকে যে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কাজে নতুন কিছু সংযোজন করেন কিনা সেদিকে নজর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। দলনেত্রী বলার পর ও নতুন কী কৌশল বাতলায় সেই ভার্চুয়াল বৈঠকের দিকে তাকিয়ে দলের এক বড় অংশ। কারণ নবীন ও প্রবীণ এর দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে আবার অভিষেক বন্দোপাধ্যায় এর বৈঠক ঘিরে জোর আলোচনা। দলে এখন কে কার দিকে সেটাই বুঝে ওঠা ভার। আর তাই ব্যালেন্স বজায় রাখতে দলের সংসদ, বিধায়ক, পুরসভার পুরপ্রধান সহ সবাই বেশ টেনশনেই আছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কি বার্তা দেন দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দোপাধ্যায়। রাজনৈতিক সূত্রে খবর দলকে বিধানসভা ভোটের আগে চাঙ্গা রাখতে আর ভোকাল টনিক দিতেই এই বৈঠক। আবার অন্য দিকে বিরোধী দল বিজেপির মতে তৃণমূল কংগ্রেস এইবারের বিধানসভা ভোটের আগে চাপে রয়েছে। আর তাই পিসি আর ভাইপো পরপর বৈঠক করে চাপমুক্ত হতে চাইছেন। এখন দেখার বিষয় এটাই আজ কি বার্তা দেন অভিষেক বন্দোপাধ্যায়।