ফাল্গুন পেরিয়ে এইসবে প্রবেশ করেছে চৈত্র! এরই মধ্যে গ্রীষ্মের স্বাদ পাওয়া যাচ্ছে এই ভরা বসন্তেও। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়। বাকি জেলা গুলিতেও উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার কারণে তৈরি হতে পারেঅস্বস্তিকর পরিবেশ। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার এবং সোমবার তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া রবিবার পুরুলিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভ্যাপসা গরম অনুভূত হবে। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী সপ্তাহের শেষ দিকে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে সাধারণ মানুষ বলে মনে করা হচ্ছে।
তবে তাপমাত্রা খুব একটা কমে যাওয়ার সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস। আগামী দুই দিনে তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়াতে পারে বলে খবর। তারপরের তিনদিনের সর্বোচ্চ তাপমাত্রা একই থাকার কথা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরের আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।