সুদীপ্ত চট্টোপাধ্যায়
প্রায় ১০ বছর পর আজ ফুরফুরা শরীফে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরায় পীরজাদা ত্বহা সিদ্দিকী সহ সমস্ত পীরজাদাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি রমজান মাস উপলক্ষে ইফতারেও যোগ দেবেন মমতা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফরের ঠিক আগেই আজ দুপুরে ফুরফুরা শরীফ যাচ্ছেন এআইসিসি সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য প্রাদেশিক নেতৃবৃন্দ। একদিকে যখন ২৬ এর নির্বাচনের দামামা বেজেছে রাজ্যে, ঠিক তখনই প্রায় ১০ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফর ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এরা যে সরাসরি ধর্মীয় মেরুকরণের রাজনীতি না হলেও রাজ্যের ক্ষমতায় থাকা শাসকদলের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটব্যাঙ্ক তৈরি করার অভিযোগ দীর্ঘদিনের। বাম আমলেও এই অভিযোগ যেমন তুলেছেন বিরোধীরা ঠিক একইভাবে রাজ্যের ক্ষমতায় আসার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এই রাজনৈতিক চর্চা বরাবরের। আজ ফুরফুরা শরীফে মমতার সফরকেও সম্পূর্ণ রাজনীতির মোড়কে দেখছে বাম-কংগ্রেস সহ বর্তমানের বিরোধীপক্ষরা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি সত্ত্বেও আজ আইসিসি প্রতিনিধি সহ প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দলের ফুরফুরা শরীফ অভিযান রাজ্য রাজনীতির পারা আরো চড়িয়েছে। আজকের ফুরফুরা শরীফে পীরজাদা দের সঙ্গে মমতার বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও। কয়েকদিন আগেই সরাসরি নবান্নে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় মিনিট 25 এর বৈঠক করেছেন নওশাদ। নিজের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না এই অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন বলে যুক্তি নওশাদের। আজ ফুরফুরা শরীফের অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকীর অভিযোগ কে সামনে রেখে স্থানীয় উন্নয়ন, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডের কাজকর্মের সমালোচনা করে বেশ কিছু নতুন কর্মসূচির ঘোষণা এবং সার্বিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের চিন্তাভাবনা এবং পাশে থাকার বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী । যদিও খোদ ত্বহা সিদ্দিকী হাটে হাঁড়ি ভেঙেছেন। “নওশাদ তৃণমূলে যোগ দেবেন। তাই নওশাদকে ফুরফুরা শরীফে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।” ফুরফুরা শরীফে আজ নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণের প্রেক্ষিতে এই মন্তব্য ত্বহা সিদ্দিকীর মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদের বৈঠক এবং তারপর আজ পীরজাদা দের বৈঠকে নওশাদকে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ এই দুইয়ের যোগফলকে সামনে রেখে রাজনৈতিক ইস্যুতে ঘি ঢেলেছেন ত্বহা সিদ্দিকী। গত সপ্তাহে প্রদেশ কংগ্রেসের পুরনো দপ্তর যেখানে ছিল কলকাতার হাজী মহসিন স্কোয়ারে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল ইফতার পার্টির আয়োজন করলেও তৃণমূলের একটি অনুষ্ঠান আছে এই যুক্তি দেখিয়ে সেখানে ইফতার পার্টি করার অনুমতি দেয়নি রাজ্য। এই পরিস্থিতিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ত্বহা সিদ্দিকীর কাছে যাওয়ার আগেই ফুরফুরা শরীফে পৌঁছুতে চায় প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসকে ইফতার পার্টি করতে না দেওয়ার অভিযোগ কে সামনে রেখে ফুরফুরা শরীফে তৃণমূল বিরোধী রাজনীতিতে শান দিতে চায় প্রদেশ কংগ্রেস। সবমিলিয়ে ইফতার পার্টি ও উন্নয়নকে সামনে রেখে ফুরফুরা শরীফে আজ ‘রাজনীতির ভিড়’ তা বলার অপেক্ষা রাখে না।