পরিতোষ সাহা: বীরভূম
শর্ট সার্কিটের জেরে সিউড়ি বাসস্ট্যাণ্ড লাগোয়া একটি মোবাইল দোকানে ভয়াবহ আগুন লাগে।সোমবার ভোরে সিউড়ি থানার অন্তর্গত বাসস্ট্যান্ডে কাছে একটি মোবাইলের দোকানে এই ঘটনাটি ঘটে।ভোরের দিকে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সূত্রের অনুমান।জানাজানি হওয়ার পর দমবল বাহিনী কে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তার আগেই দোকানের সমস্ত কিছু গ্রাস করে নিয়েছে আগুন।দমকল কর্মীদের অনুমান,শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।পাশাপাশি সিউড়ি থানা পুলিশকে খবর দেওয়া হয় তারাও আসে।এই ঘটনার পর ইলেকট্রিক সংযোগ বিছিন্ন করা হয়।দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকার মোবাইল,সিম কার্ড সহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে গেছে।