প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন ঘণ্টার বিস্তৃত পডকাস্ট নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথোপকথনে তিনি আন্তর্জাতিক নানা ইস্যু, কূটনৈতিক সম্পর্ক এবং ভারত-আমেরিকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত মতামত জানিয়েছেন।
আলোচনার ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উঠে আসে। চমকপ্রদ বিষয় হলো, ট্রাম্প নিজেই এই পডকাস্টের লিঙ্ক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেছেন, যা তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ্য নিদর্শন হিসেবে ধরা যাচ্ছে।
মোদীর কাছে ফ্রিডম্যান জানতে চান, ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন। প্রধানমন্ত্রী মোদী ব্যাখ্যা করেন যে, তাঁদের পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি হল মতাদর্শগত সামঞ্জস্য, যা দুই দেশের নীতিতেও প্রতিফলিত হয়। ট্রাম্প যেখানে ‘আমেরিকা প্রথম’ নীতিকে প্রাধান্য দেন, মোদী সেখানে ‘ভারত প্রথম’ ভাবনায় বিশ্বাসী। এই মিলিত দৃষ্টিভঙ্গিই তাঁদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সুসম্পর্ক আরও দৃঢ় করেছে।
মোদী আরও স্মরণ করেন ২০২৪ সালের মার্কিন নির্বাচনী প্রচারের সময় ঘটে যাওয়া ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি। তিনি উল্লেখ করেন, গুলিবিদ্ধ হওয়ার পরও ট্রাম্প যে আত্মবিশ্বাস ও দৃঢ় মানসিকতা নিয়ে পরিস্থিতি সামলেছিলেন, তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি আরও উল্লেখ করেন, হাউস্টনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে তাঁর কূটনৈতিক মঞ্চ ভাগ করার অভিজ্ঞতা। সেই সময় দু’জনই একসঙ্গে উপস্থিত থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছিলেন, যা তখন আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছিল। এই ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। বিশেষজ্ঞদের মতে, এটি ছিল দুই নেতার ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মোদীর এই পডকাস্টে ট্রাম্পের প্রতি তাঁর ইতিবাচক মনোভাব স্পষ্ট হয়েছে। পাশাপাশি, ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টও ইঙ্গিত দেয় যে তাঁদের পারস্পরিক সুসম্পর্ক এখনও অটুট ও দৃঢ়।
Leave a comment
Leave a comment