নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হওয়ার কিছু মাসের মধ্যেই পুরী ভ্রমণের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন অভিযুক্ত কুন্তল ঘোষ।
আদালত তাঁর পুরী যাওয়ার অনুমতি দিলেও সঙ্গে জুড়ে দিয়েছে কড়া শর্তাবলি। সূত্রের খবর, তিনি জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেতে চান, তবে তদন্তকারী সংস্থা তাঁর গতিবিধির ওপর কঠোর নজরদারি চালাবে।
নিয়োগ কেলেঙ্কারির মামলায় প্রথমে ইডি কুন্তল ঘোষকে গ্রেফতার করে, পরে সিবিআইও তাঁকে হেফাজতে নেয়। তদন্ত চলাকালীন তিনি একাধিকবার জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ইডির মামলায় জামিন মঞ্জুর করে। পরে সুপ্রিম কোর্টও সিবিআই-এর মামলায় শর্তসাপেক্ষে জামিন দেয়।
তবে আদালতের শর্ত অনুসারে, কুন্তল ঘোষকে নির্দিষ্ট এলাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, তিনি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না। এই নির্দেশ ২০২৩ সালে কার্যকর করা হয়েছিল।
জামিনের প্রায় তিন মাস পর কুন্তল ঘোষ পুরী ভ্রমণের অনুমতি চেয়ে আদালতে আবেদন জানান। আদালত তাঁর এই অনুরোধ মেনে নিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে। নির্দেশ অনুযায়ী, সফরের প্রতিটি পর্যায়ে তদন্তকারী সংস্থাকে তাঁর অবস্থান সম্পর্কে অবহিত করতে হবে। প্রতি ২৪ ঘণ্টায় একবার তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রাখা বাধ্যতামূলক। ফলে পুরী যাওয়ার অনুমতি পেলেও কড়া নজরদারির আওতায় থাকবেন তিনি।
Leave a comment
Leave a comment