শাহরুখ খান শুধু রোমান্টিক চরিত্রে নয়, বুদ্ধিদীপ্ত হাস্যরসের ক্ষেত্রেও সমান পারদর্শী। মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলেন, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে। শাহরুখ খানের পুরনো এক সাক্ষাৎকার আবারও শিরোনামে উঠে এসেছে, যা একসময় বলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।
এই ঘটনাটি মূলত করণ জোহরকে ঘিরে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা করণ, তাঁর আত্মজীবনীতে নিজের যৌন পরিচয় নিয়ে অকপটভাবে আলোচনা করেছেন। একই সঙ্গে, শাহরুখ ও করণের ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা চলতে থাকে বলিউড মহলে।
শাহরুখ ও করণের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন ছিল, বিশেষ করে করণের পরিচালিত একাধিক সিনেমায় বারবার শাহরুখের অভিনয় করা অনেকের নজর কেড়েছিল। সেই সময় মুক্তি পায় সুপারহিট ছবি কভি খুশি কভি গম, যা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করে এবং করণ-শাহরুখের বন্ধুত্ব নিয়ে চলা গুঞ্জনকে আরও উসকে দেয়।
ছবির সাফল্যের পর, এক জনপ্রিয় ম্যাগাজিনের সাক্ষাৎকারে শাহরুখকে করণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমে তিনি হেসে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এরপর যে মন্তব্য করেন, তা বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
হাসতে হাসতেই শাহরুখ বলেন, “করণ আমার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বাইরে যা শোনা যাচ্ছে, তা শুধুই ভিত্তিহীন গুজব।”তিনি আরও মজার ছলে যোগ করেন, “আমি না হেটেরোসেক্সুয়াল, না হোমোসেক্সুয়াল। আমি আসলে ট্রাইসেক্সুয়াল—নতুন কিছু চেষ্টা করতেই ভালো লাগে!” তবে সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট করে দেন, এটি নিছকই রসিকতা, কেউ যেন এ নিয়ে বাড়তি অর্থ খোঁজার চেষ্টা না করেন।
শাহরুখের সেই মন্তব্য প্রকাশের পর বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সময় পেরিয়ে গেলেও তাঁর ওই রসিকতা আজও আলোচনা ও বিতর্কের খোরাক হয়ে রয়েছে।
Leave a comment
Leave a comment