সুদীপ্ত চট্টোপাধ্যায়
ব্রহ্মাণ্ড থেকে মর্ত্যলোকে ফিরতেই তাঁকে নিয়ে দুনিয়া জুড়ে শোরগোল। আর মর্ত্যলোকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তিনি না থাকলে চলে? হ্যাঁ, ঠিক ধরেছেন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এ বছরের কলকাতার দুর্গাপুজোয় অবশ্যই অন্যতম আকর্ষণ সুনীতাই। প্রায় ৯ মাস মহাকাশবাসী থেকে বুধবারই সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বাচ উইলমোরদের ড্রাগন ক্যাপসুল আমেরিকা উপসাগরের ফ্লোরিডায় অবতরণ করে। আর সঙ্গে সঙ্গেই পরিকল্পনা শুরু সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কলকাতার দূর্গাপূজো উদ্যোক্তাদের। কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো বলে খ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ২০২৫ সালের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছেন সুনীতা উইলিয়ামস, জানিয়ে দিলেন পুজো উদ্যোক্তা তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সুনীতা ও উইলমোরের মহাকাশ গমন, তাদের মহাকাশবাস অবশেষে মর্ত্যলোকে আগমন এই পুরো ঘটনাকেই এবার দুর্গা পুজোর আসরে থিম হিসেবে ফুটিয়ে তুলতে চায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কিভাবে বা সুনীতাদের নিয়ে কি পরিকল্পনা? তা এখনই প্রকাশ্যে আনতে নারাজ দমকলমন্ত্রী। সুজিত বসু জানান, প্রতিবছরের মতো এবছরও মাকে সাজানো হবে সোনার গয়না দিয়েই। তবে তার সঙ্গে অবশ্যই আলোক মালায় এবং বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে সাজিয়ে তোলা হবে সুনীতা উইলিয়ামসদের সাফল্যের কাহিনী। জানা গেছে, এক্ষেত্রে জগদ্বিখ্যাত চন্দননগরের আলোর ব্যবহার থাকবে। তার পাশাপাশি থাকবে আরও বিভিন্ন আলোক মালার সংযোজন। আলোর রোশনাইয়ে ফুটিয়ে তোলা হবে মহাজাগতিক বিস্ময়ের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরা এবং মহাকাশ গবেষণায় পৃথিবীকে নতুন আলোর দিশা দেখানো সুনীতা উইলিয়ামসদের এই সাফল্যের কাহিনী।
প্রতিবছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোয় থাকে থিমের বিস্ময়। লেজার শো এর মাধ্যমে বুর্জ খলিফার যে রোশনাই আজও লোকের মুখে মুখে ফেরে সেই শ্রীভূমির পুজোর অঙ্গনে পৃথিবীর নতুন আলোর দিশারী সুনীতাদের সাফল্যের কাহিনী কতটা আলোকিত করতে পারে তা নিয়েই এখন কয়েক মাসের অপেক্ষা। তবে শুধু শ্রীভূমি স্পোর্টিং এর পূজোর অঙ্গনই নয়, সুনিতা উইলিয়ামস দের এই সাফল্য কাহিনী এ বছরের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো মন্ডপে তা বলার অপেক্ষা রাখে না। শুধু দুর্গাপুজোই নয় বারাসাতের কালীপুজোর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সহ বছর ঘরের বিভিন্ন উৎসব পালা পার্বণ এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন সুনিতা উইলিয়ামসরা তা বলাই বাহুল্য।