হাওড়ার ভাগাড়েও ছবি তোলার ভীড়, আসলে ঘটনা যত বড় হোক তাতে আর কিছুই যায় আসেনা মানুষের এখন। এখন তো শুধু ছবিতেই বেঁচে থাকা। যে কোনো অবস্থায় যে কোনো উপায়ে। হাওড়ার বেলগাছিয়াতে ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকায় বেশ কিছুদিন ধরেই। রাস্তাঘাট ভাঙা। এলাকায় জল নেই। যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইপ সারানোর কাজ চলছে। এলাকায় অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কে এম ডি এর আধিকারিকগণ
এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত কাজ করে এলাকার পরিস্থিতি আয়ত্তে আনার চেস্টা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। এলাকায় ঘর ছেড়ে চলে যাবে না বলে স্থানীয় মহিলাদের বিক্ষোভ চিৎকার চলছে সকাল থেকেই। ঘর ছাড়লে যদি সেই ঘর আর ফিরে না পান কেউ সেই আশঙ্কায় মনের মধ্যে ভয় উঁকি মারছে। কিন্তু কোনো হেলদোল নেই কারুর। ঘটনা, দুর্ঘটনা, বিক্ষোভ, আন্দোলন, ঘর ছেড়ে চলে আসার যন্ত্রণা, উদ্বেগ, পরিবেশ আক্রান্ত হবার দুশ্চিন্তা সব কিছুর মাঝেও শুধুই ছবি তুলে রিল বানিয়ে কিছু লোক ভীড় করছেন হাওড়ার এই বেলগাছিয়া এলাকায়। শুধুই ছবির টানে। রিল তৈরীর টানে। এই ভয়াবহ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ এর জায়গা হলো এই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়। যে ভাগাড় এলাকায় দলে দলে লোক ভীড় করছেন শুধু ছবি তুলতে। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাঁরা ছবির টানে আর রিল বানানোর তাগিদে। সত্যিই অসাধারণ এই ছবির নেশা। অতি উৎসাহীরা ডাম্পিং গ্রাউন্ডের কাছে যাতে যেতে না পারেন তার জন্য পুলিশ, সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। ছবিতে বেঁচে থাকার আর বেড়ে ওঠার এই হুড়োহুড়ির প্রতিযোগিতায় কেউ আর বাদ পড়তে চায় না কিছুতেই আজকাল।আর তাই প্রিয়জনকে শেষ বিদায় জানানোর সময়েও ছবি তুলতে কষ্ট হয়না আজকাল। সত্যিই অসাধারণ এই ছবিময় জীবন।
Leave a comment
Leave a comment