বিশ্ব অর্থনীতির অনেক বিশ্লেষকের মতে আমেরিকা-চিন ট্যারিফ যুদ্ধ এখন যেন ছেলেখেলায় পরিণত হয়েছে।গোটা পৃথিবীর জন্য ৯০ দিনের জন্য নয়া ট্যারিফ নীতি স্থগিত রাখলেও তা থেকে ছাড় দেননি চিনকে। বুধবার চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবার রাতে জানা যায় যে মার্কিন মার্কেটে চিনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪৫ শতাংশ।অন্যদিকে মার্কিন সিদ্ধান্তের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এ বার চিনও মার্কিন পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ১২৫ শতাংশ করেছে। বেজিং জানিয়ে দিয়েছে তারা আমেরিকার এই ব্ল্যাকমেলিংয়ের কাছে পিছু হটবে না।তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
পাশাপাশি এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ভারত,ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে আমেরিকার সঙ্গে এই শুরু হওয়া বাণিজ্যযুদ্ধের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগ দিয়েছে বেজিং। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন চিনা প্রেসিডেন্ট।সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর নিশ্চিত করাছে। চিনের বিদেশমন্ত্রক শুক্রবার জানিয়েছে যে সোমবার ভিয়েতনাম দিয়ে এই সফর শুরু করবেন জিনপিং। এরপর মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় সফ্রর করবেন। হিসেব মত ২০২৫ সালে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে এটি। এর আগে সর্বশেষ ৯ বছর আগে তিনি কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেন।
ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্কের বিরুদ্ধে সরাসরি লড়াই চালিয়ে যাচ্ছে চিন। যদিও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সব দেশ ট্রাম্পশুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনার আহ্বান জানিয়েছে তারা।এমন অবস্থাতেই চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে প্রেসিডেন্ট জিনপিং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বব্যাপী সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।মনে করা হচ্ছে ট্রাম্প নির্ভরতা ঠেকাতে জিনপিং তার সফরে চিনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করবেন। জানা যাচ্ছে ট্রাম্প আধিপত্য রুখতে চিনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কলে বৈঠক করেছেন।
Leave a comment
Leave a comment
