Jyoti Malhotra: পাক গুপ্তচর সংস্থা আইএসআই’য়ের সঙ্গে গভীর যোগাযোগ ছিল ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। এমনকী ভারতের স্পর্শকাতর এলাকার তথ্য হাতিয়ে নিতে এবং ‘স্পাই নেটওয়ার্ক’ ছড়িয়ে দিতে আধুনিক প্রযুক্তিকে কীভাবে আইএসআই ব্যবহার করছে, সেই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য তদন্তে উঠে এসেছে। তবে এই বিষয়ে আরও সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ধৃত ইউটিউবারের ব্যবহৃত ফোন, ল্যাপটপ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তদন্তকারীদের দাবি, সেখান থেকে একাধিক তথ্য সামনে আসতে পারে। বিশেষ করে সীমান্তের ওপারে আইএসআই’য়ের কার কার সঙ্গে জ্যোতির যোগাযোগ সে বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
Jyoti Malhotra: পাক-আফগানিস্তান সীমান্তেও অবাধ যাতায়াত?
গত শনিবার হরিয়ানার বাসিন্দা ট্র্যাভেল ব্লগার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে দফায় দফায় জেরা করা হয়েছে। জানা গিয়েছে, এই সংক্রান্ত তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তেও জ্যোতি পৌঁছে গিয়েছিলেন। মূলত এই এলাকায় সাধারণ মানুষের পৌঁছনো সম্ভব হয়। জঙ্গি কার্যকলাপ এই এলাকায় বড় চ্যালেঞ্জ। কিন্তু সেখানেই ভারতে ধৃত এই পাকগুপ্ত চর পৌঁছে গিয়েছিলেন বলে খবর। কিন্তু কেন? সেটাই আরও গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। জঙ্গিদের সঙ্গে কোনও যোগাযোগ তৈরির চেষ্টাতেই ছিল সফর? উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় প্রভাব রয়েছে এমন ইনফ্লুয়েন্সরদের আইএসআই নিয়োগ করত। ভিডিও তৈরির অছিলতায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি প্রচারের দায়িত্ব দেওয়া হত এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। বলে রাখা প্রয়োজন, ধৃত জ্যোতির ইউটিউবে ৪ লক্ষ সাবস্ক্রিপশন এবং ইনস্টাগ্রামে ১,৩২,০০০ ফলোয়ার্স আছে। আর সেটাকেই আইএসআই কাজে লাগাত বলে দাবি তদন্তকারী সূত্রে।
Jyoti Malhotra: বাংলাদেশ চিন সফর গোয়েন্দাদের নজর
