ললিত মোদী আর বিজয় মাল্য। দুই পলাতক ভারতীয় ব্যবসায়ী লন্ডনে এক বিলাসবহুল পার্টিতে একসঙ্গে গাইলেন ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘আই ডিড ইট মাই ওয়ে’। উঠল হাততালির ঝড়। ঘটনাটি ঘটেছে ৩ জুলাই রাতে। নিজেই ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন ললিত। আর সেই ভিডিয়ো এখন ইন্টারনেটে ঝড় তুলেছে।
পার্টিতে প্রায় ৩১০ জন অতিথি উপস্থিত ছিলেন। ছিলেন বিদেশ থেকে আসা মোদীর আত্মীয়-বন্ধুরা, এবং প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল। গেইল নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দারুণ একটা সন্ধে কাটালাম। ধন্যবাদ।’ তিনি মোদী আর মাল্য দু’জনকেই ট্যাগ করেন।
ললিত মোদী ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘একটা দুর্দান্ত রাত কাটালাম। আশা করি ভিডিয়োটা ইন্টারনেট তছনছ করে দেবে না। বিতর্ক তো হবেই! এটাই তো আমি ভাল পারি!”
আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত ২০১০ সাল থেকে ইংল্যান্ডে আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে টেন্ডার কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি, ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অন্য দিকে, কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন কর্ণধার বিজয় মাল্য ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলায় অভিযুক্ত। ২০১৭ সালে লন্ডনে তাঁকে গ্রেফতার করা হলেও তিনি এখন জামিনে মুক্ত। ভারত সরকার তাঁর প্রত্যর্পণ চায়, কিন্তু এখনও সেই প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।
এই গান, ‘আই ডিড ইট মাই ওয়ে’, মূলত একজনের নিজের পথে চলার গল্প। আর দুই পলাতক যখন সেটাই গাইছেন, তখন তা শুধু বিনোদন নয়, এক রকম ব্যঙ্গও বটে। দেশ থেকে পালিয়ে বিলাসবহুল জীবনযাপন করে তাঁরা যেন আইনকে চোখ রাঙিয়ে বলছেন, ‘আমরা নিজের মতোই চলেছি!’